দেখে নিন ফতেপুর ইউনিয়নের বিভিন্ন সেবার সমাহারঃ-
সরকারি সেবাসমূহ :
১। নামজারীর আবেদন।
২। জমির পর্চা/নকল উত্তোলন।
৩। দাপ্তরিক ও নাগরিক আবেদন।
৪। সরকারি সকল ফরম।
৫। অনলাইনে জন্ম নিবন্ধন প্রভৃতি।
বানিজ্যিক সেবা: ]
১। মোবাইল ব্যাংকিং (ব্রাক ব্যাংক-বিকাশ),
২। দেশ বিদেশে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলা।
৩। কম্পিউটার প্রশিক্ষন।
৪। ই-মেইল পাঠানো।
৫। ছবি তোলা।
৬। ইন্টারনেট ব্রাউজিং।
৭। ফটোকপি।
৮। স্ক্যানিং, প্রিন্টিং।
৯। বিভিন্ন দেশের ভিসা চেক।
১০। কম্পোজ।
১১। মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া।
১২। ডিজিটাল ক্যামেরা ভাড়া।
১৩। জীবন বীমা সেবা।
১৪। চাকুরী তথ্য।
১৫। অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি।
১৫। যেকোন পরীক্ষার রেজাল্ট।
১৬। কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ।
১৭। কম্পিউটারে xp সেটআপ ।
১৮। গান, ভিডিও, পিকচার ইত্যাদি মেমোরীতে ডাউনলোড।
১৯। সিডি, ডিভিডি কপি রাইট।
২০। সচেতনতামূলক ভিডিও শো।
২১। মোবাইল কল প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। (ফ্রি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস