ফসল উৎপাদনের জন্য ভালো মানের সার অপরিহার্য। সরকার নিজস্ব উদ্যোগে সার উৎপাদন করেন বা বিদেশ থেকে আমদানি করে। এই সার কৃষক যেন সহজে সংগ্রহ করতে পারে সেই জন্য সরকার ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগ করে থাকে। সরকারি এই সেবার মাধ্যমে সারের ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগ করা হয়।
সেবার সুবিধা:
প্রধান ডিলার
এরিয়া |
সার ডিলারের নাম |
১২নং ফতেপুর ইউনিয়ন |
মোঃ আকরাম হোসেন |
সাব ডিলার বৃন্দ –
চাঁদপাড়া |
কামরুল ইসলাম |
হামিদপুর |
দাউদ উদ্দীন |
সুলতানপুর |
মোঃ কাছেম আলী |
ঝুমঝুমপুর | মোঃ হামিদ খান |
বালিয়াডাঙ্গা | মোঃ কাশেম হোসেন |
দাইতলা |
আকরাম হোসেন |
ভায়না |
রাশেদ খান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস