ফতেপুর ইউনিয়নে কোন বাজার নেই তবে কিছু হাট রয়েছে। এই হাটগুলো গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। যা এ অঞ্চলের জীবন যাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে।
এ অঞ্চলের অর্থনীতির বিকাশ এ সকল হাট/ বাজারের মাধ্যমে ঘটে থাকে । হাট গুলো সপ্তাহের দুই দিন বসে। কিছু কিছু হাট সপ্তাহের সাতদিন বসে। এছাড়া এখানকার কিছু নাম করা ব্যবসায়িক স্থান রয়েছে। তার মধ্যে বিসিক শিল্প নগরী। যা এ অঞ্চলের অর্থনীতিকে বেশি সমৃদ্ধ করেছে।
১। হামিদপুর হাট। (সোমবার ও শুক্রবার)
২। ঝুমঝুমপুর হাট। ( প্রত্যেক দিন)
৩। চাঁদপাড়া হাট।
৪। বাউলিয়া হাট। ( শনিবার ও মঙ্গলবার)
৫। নালিয়া হাট।
৬। দাইতলা ফতেপুর হাট।
৭। ভায়না মন্ডল পাড়া হাট।
৮। তারাগঞ্জ হাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস