যশোর শহর হতে মাত্র ৪ কি.মি পূর্বে নড়াইল রোড পার্শ্বে চাঁদপাড়া গ্রামে ফতেপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
নড়াইল রোড দিয়ে গিয়ে হামিদপুর বাজার থেকে মাত্র আধা কি.মি. যেয়ে নুড়ি তলা মোড় থেকে উত্তর পার্শ্বে চাঁদপাড়া গ্রামে ফতেপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
এখানকার যাতায়াতের বড় মাধ্যম ইজিবাইক/ অটোরিক্সা।
এছাড়া অন্যান্য যানবাহনের মাধ্যমে যেমন ট্রাক, মিনি পিকআপ, ভ্যান ইত্যাদির মাধ্যমে এখান কার কৃষি, কুটির শিল্প ও অন্যান্য পন্য বহন করা হয়। এ ইউনিয়নের কাচা পাকা, ফ্লাট সোলিং মিলিয়ে প্রায় ৮০ কি.মি . রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস